গত ১২.০৯.২৪ তারিখ রংপুর জেলার উপপরিচালক, জনাব বিপ্লব কুমার মোদক স্যারের নেতৃত্বে ক ও খ সার্কেলে কর্মরত কর্মচারীদের নিয়ে রংপুর জেলার কোতয়ালী থানাধীনা ভুড়ারঘাট এলাকায় অভিযান অভিযান চালিয়ে (১) মো: আমিনুল ইসলম(৪২), (শীর্ষ মাদকব্যবসায়ী) কে ৩৬৬৫ পিস ইয়াবা, মোবাইল ফোন-০২ টি এবং নগদ অর্থ ৪১, ৩২০/-টাকসহ গ্রেফতার করেন। পরে মাদকদ্রব্য আইনে কোতয়ালী থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৫ তারিখ: ১২/০৯/২৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস