মো: হাসান মারুফ
মহাপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ফোন: +৮৮ ০২-৪৮৩২২১৮৫ (অফিস)
ইমেইল: dg@dnc.gov.bd
জীবন বৃত্তান্ত
জনাব মোঃ হাসান মারুফ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের একজন সদস্য। ১৯৯৯ সনের ২৫ জানুয়ারি তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসাবে সরকারি চাকুরিতে যোগদান করেন। তিনি কর্মজীবনে জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসাবে বিভিন্ন শাখার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসাবে আমলী আদালত, দ্রুত বিচার আদালত, বিচার আদালত, মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত ছিলেন।
জনাব মো: হাসান মারুফ উপসচিব হিসাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
যুগ্মসচিব হিসাবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সদস্য (প্রশাসন) হিসাবে দায়িত্ব পালন করেছেন।
অতিরিক্ত সচিব হিসাবে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে দায়িত্ব পালন শেষে গত ০৪ মার্চ ২০২৫ তারিখে মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস