গত ২৭.০৫.২৫ তারিখ রংপুর খ সার্কেলের উপপরিদর্শক (পরিদর্শকের তি:দা:) জনাব মো: রফিকুল ইসলামের নেতৃত্বে রংপুর জেলার পীরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে আসামী মো: রফিকুল ইসলাম (৪২) কে ০২ গ্রাম হেরোইন ও (২) মো: শামীম হোসেন (৩৮) হেরো্হইনসহ নিজ বসতবাড়ী হতে হাতনাতে গ্রেফতার করেন। পরবর্তীতে মাদকদ্রব্য আইনে পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পীরগাছা থানার মামলা নং-২৪ ও ২৫ তারিখ: ২৭/০৫/২৫।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস